আওয়ার ইসলাম: এবার রাজশাহী মহানগরীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত নারীর বয়স ৫০ বছর। তার বাড়ি নগরীর উপরভদ্রা এলাকায়।
আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভি আসে।
রামেক ল্যাব সূত্র জানায়, শুক্রবার ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ত্রুটি থাকায় ৩৮টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। বাকি ৫৬টি নমুনার মধ্যে চারটির রিপোর্ট এসেছে পজিটিভ। ৫২টি নেগেটিভ।
নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি নওগাঁ। একজনের বাড়ি রাজশাহী মহানগরীর উপর ভদ্রায়।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ওই নারীর বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। তার সংস্পর্শে কারা এসেছিলেন, সেই বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে।
-এএ