মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>
ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের (বিপিএম, পিপিএম বার) পক্ষ থেকে ফরিদপুরের ভাঙ্গায় বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ভাঙ্গার আলগী ইউনিয়নের শুয়াদী ব্রীজ সংলগ্ন এলাকায় হতদরিদ্র ৩০জন বেদে এবং মালিগ্রামের কলাতলায় ১৭জন বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান ভাঙ্গা বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী পেয়ে বেদের দল আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা উপস্থিত সবাইকে সাপের খেলা দেখিয়ে মনোরঞ্জন করান।
বেদেরা বলেন, আমাদের বেদেদের কেউ কখনো এমন উপহার সামগ্রী দেয় নাই, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশ পুলিশের সহায় হন।
পরে ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান (বিপিএম-সেবা) ব্যক্তিগত ভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহা. শফিকুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
-এএ