শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে আসহায়দের জন্য সেনাবাহিনীর এক মিনিটের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে দিন যাপন করতে হচ্ছে তাদের।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে অসহায়দের সহযোগিতায় 'এক মিনিটের বাজার' চালু করেছে সেনাবাহিনী। যেখান থেকে এক মিনিটের মধ্যে বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যেতে পারছে তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলো।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরনগরীর ওয়াসা মোড় এলাকার জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে এ 'এক মিনিটের বাজার'। আশপাশের এলাকার তালিকাভুক্ত এক হাজার দরিদ্র পরিবার ওই বাজার থেকে নিজের পছন্দমতো সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যায়।

নগরীর দরিদ্র অসহায়দের সহযোগিতায় চালু করা এ বাজারটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেড। জেলার রাউজান, সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে সবজি কিনে বাজারে নিয়ে আসা হয়। এতে ওইসব উপজেলার কৃষকরাও তাদের সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, তালিকাভুক্ত পরিবারগুলোকে একটি করে টোকেন দেওয়া হয়েছে। তারা সেই টোকেন দেখিয়ে বাজারে প্রবেশ করেন এবং এক মিনিটের মধ্যে বিনামূল্যে নিজের পছন্দমতো সবজি নিয়ে যান।

তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকট মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে আছে। আগামী এক মাস পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় এ বাজার চালু করা হবে এবং প্রতিদিন এক হাজার দরিদ্র পরিবারকে বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা দিবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ