আওয়ার ইসলাম: দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ ‘আল-জামিয়াতুল ইসলামিয়া মাদীনাতুল উলুম’ (মাসনা মাদরাসা) -এর পরিচালক, ‘ঢাকা মাসনা মাদরাসা’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইয়াহইয়া হাফি. এর মুহিব্বীন ও ভক্তবৃন্দের মাধ্যমে পরিচালিত একটি সংস্থা ‘খেদমতে খলক ফাউণ্ডেশন’ (আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি জনকল্যাণমূলক সংস্থা)।
সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে ‘খেদমতে খলক ফাউণ্ডেশন’। বিতরণ টিমের সমন্বয়ক মুফতি আজিমুদ্দীন বলেন, চলমান পরিস্থিতিকে সামনে রেখে ‘দ্বীনী মেহনত’ এর তত্ত্বাবধানে ‘খেদমতে খলক ফাউণ্ডেশন’ এর উদ্যোগে বৃহত্তর খুলনা বিভাগের ১০টি জেলার ৬৩টি উপজেলায় ৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারে সহযোগিতা পাচ্ছে মোট ১৮ হাজার পরিবার।
ইতিমধ্যে কুষ্টিয়া,মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার সকল থানায় বিতরন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে যশোর জেলার বিভিন্ন থানায় বিতরণ চলছে।
আমাদের বর্তমান ফান্ড অনুযায়ী আপাতত আটা ৬১ টন, চাউল ৪০ টন এবং ডাল ২৫ টন-এর উদ্যোগ নেয়া হয়েছে। সহযোগিতার এই ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা এই সহযোগিতার পরিধি আরো ব্যাপক করা। আমরা সকলের কাছে দোআ চাই, আল্লাহ তাআলা আমাদের এই সামান্য খিদমাতকে কবুল করেন। আমাদের এই খিদমাতে যে কারো শরীক হওয়ার সুযোগ রয়েছে। মূল কেন্দ্র (মাসনা মাদরাসা মনিরামপুর,যশোর) কিংবা শাখা কেন্দ্রে (প্রতিটি থানা/জেলা) যোগাযোগ করে আপনিও এতে শরীক হতে পারেন।
বিতরণের বিভিন্ন পর্যায়ে যারা উপস্থিত ছিলেন, আহসানুল্লাহ শরিফী- উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর, যশোর। মাহমুদুল হাসান-মেয়র মনিরামপুর পৌরসভা, যশোর। শিকদার মতিউর রহমান-ওসি তদন্ত, মনিরামপুর, যশোর। মাওলানা মুশতাক আহমাদ সাহেব-সভাপতি, জেলা উলামা পরিষদ, খুলনা। মাওলানা আনোয়ারুল করিম-সভাপতি, জেলা ইমাম পরিষদ, যশোর।
মাওলানা আ: হামীদ সাহেব-সভাপতি, উলামা পরিষদ, কুষ্টিয়া। মুফতী শহীদুল ইসলাম-সভাপতি, উলামা পরিষদ, ঝিনাইদহ। মুফতী হাফিজুর রহমান সেক্রেটারী, জেলা উলামা পরিষদ, মেহেরপুর। মাওলানা মুস্তফা কামাল সেক্রেটারী, উলামা পরিষদ, চুয়াডাঙ্গা। মুফতী সাইফুল্লাহ- সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সাতক্ষীরা। মুফতী যাকারিয়া সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাগেরহাট। মুফতী মুহাম্মদুল্লাহ মাগুরা প্রমুখ।
-এটি