শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

সিলেটে পুলিশের সাথে ঘুরছে মামলার চার্জশীটভূক্ত আসামী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে পুলিশের সাথে ঘুরছে মামলার এক চার্জশীটভূক্ত আসামী। চার্জশীটভূক্ত আসামী শাহপরান থানার দত্তগ্রাম (খিদিরপুর) গ্রামের ইমরান মিয়ার ছেলে ডালিম আহমদ।

তার বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় গ্রেফতারী পরওয়ানা রয়েছে। অথচ গ্রেফতারী পরওয়ানা থাকা সত্তেও দিব্বি ঘুরে বেড়াচ্ছেন পুলিশের সাথেই। এলাকার নিরীহ মানুষকে হয়রানীসহ পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে দেদারসে চালাচ্ছেন নানা অপকর্ম।

এলাকার সাধারণ মানুষ ডালিমের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠলেও পুলিশের সাথে সখ্যতার কারণে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

মামলার চার্জশীট থেকে থেকে জানা যায়, ২০১৯ সালের শাহপরান থানায় দায়ের করা ১০ নং মামলার ১ নং আসামী ডালিম আহমদ।

আদালতে জি আর ১০৯, ও ৩২৬/৩৪১/৫০৬/৩২৩/৩০৭ ধারার অপরাধে অভিযুক্ত হওয়ায় বিগত ২৫/১২/২০১৯ ইংরেজি তারিখে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র নং-২২৮, প্রদান করেন শাহপরান থানার সাব-ইন্সপেক্টর মুহা. মনোজ মিয়া। আদালতে চলমান ওই মামলার বাদী দাসপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে জুবায়েল আহমদ। ওই মামলার অপরাপর আসামীরা জামিনে থাকলেও ডালিম অদৃশ্য শক্তির বলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামী ডালিম, জুমান, রুবেল গংরা গত ০৭/০৬/২০১৯ইং তারিখ রাত ৮ টায় বাদীর বড় ভাই তোফায়েল আহমদকে সুরমা গেইটে বাজার সংলগ্ন বাইপাস পয়েন্টে বাগান বাড়ি নার্সারীর পূর্ব পার্শ্বে রাস্তার উপর পথরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে। এ ছাড়া ডালিমের বিরুদ্ধে শাহপরান থানায় জিআর ২১/২০১৯ নং আরেকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার ও অভিযোগ রয়েছে। সে সংঘবদ্ধ ছিনতাইচক্রের সাথে জড়িত বলেও অভিযোগ উঠেছে।

গত ২ দিন আগে দাসপাড়া এলাকায় মাদক বিক্রির জন্য এলাকায় প্রবেশ করলে উত্তেজিত এলাকাবাসী তার উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করলে সে পালিয়ে তার যায়। পরে সে প্রভাব খাঠিয়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে বলে তাকে প্রাণে মারার জন্য লোকজন তাড়া করছে। পুলিশ ঘটনাস্থলে এসে কোনো সত্যতা না পেয়ে চলে যায়।

একজন ওয়ারেন্টভূক্ত আসামীর কথায় পুলিশ এলাকায় আসার জনসাধারণের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। করোনাকালে পুলিশকে একজন অপরাধী তার স্বার্থে কিভাবে ব্যবহার করছে ? এ প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ডালিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এগিয়ে আসা জরুরী।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার এসআই মুহা. মনোজ মিয়া বলেন, তিনি ডালিমসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আদালত চার্জশীট প্রদান করেছেন। চার্জশীট প্রদানের পর তিনি ট্রেনিংয়ে চলে যান। আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে তাদের গ্রেফতার করার কথা।

তবে কি কারণে তাদের গ্রেফতার করা হয়নি, তার সঠিক তথ্য তিনি জানেন না বলে মন্তব্য করেন।

এব্যাপারে শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরীর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ