আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমেদীন মাওলানা ফজলুল হক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাদরাসায় নিজ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মাওলানা ফজলুল হক ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০বছর। ৫ছেলে ও ১মেয়ের জনক ছিলেন মাওলানা ফজলুল হক।
জানা যায়, মিরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম এলাকার ফকির আহমদ মৌলভী বাড়ির মরহুম ফকির আহমেদের বড় সন্তান মাওলানা ফজলুল হক। ১৯৭০সনে তিনি নয়দুয়ারিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৫০বছর তিনি অত্র মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাওলানা ফজলুল হক রহ. ছিলেন মিরসরাই ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে মিরসরাইবাসী একজন প্রাজ্ঞ ও মুহাক্কিক আলেম ও বুজুর্গকে হারালেন।
-এএ