মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>
বান্দরবান লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মংপ্রু পাড়া সড়কের মংপ্রু পাড়া ব্রিজে ২টি দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মুরুং যাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল ৯টায় রুপসীপাড়া ইউনিয়নের মংপ্রু পাড়া সড়কের মংপ্রু পাড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় দুই মুরুং যাত্রী ও ১ মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। এরমধ্যে ক্লংঅন মুরুং এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোটরসাইকেল চালক মুহা. সোহাগের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে৷
আহতরা হলো- ক্লংঅন মুরুং (৩৪) পিতা- মাংঅং মুরুং ও কাইনথপ ম্রো (৪২) পিতা- রেংক্য মুরুং। উভয়ে রুপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুলু মেম্বার পাড়ার বাসিন্দা। মোটর সাইকেল ড্রাইভার অংহ্লা পাড়া মুহা. আবেদ আলী মুহা. সোহাগ (১৬) ও মুহা. দ্বীন ইসলাম (১৮) রুপসীপাড়া ইউপির মুসলিম পাড়া ৫নং ওয়ার্ড মুহা. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, অদক্ষ চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
-এএ