মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>
বান্দরবানের লামায় শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে লামা বাজারের সকল ব্যবসায়ী ও শপিংমল মালিক সমিতির প্রতিনিধিরা নিজ উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে করে মার্কেট বন্ধ রাখার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ফুটপাতে কোনও হকারও বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে অষুধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার ও কীটনাশকের দোকান এর আওতায় থাকবে না।
এদিকে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সব বিষয়ে মনিটরিং করতে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের সমন্বয় বৈঠকে ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
জনস্বাস্থ্যের স্বার্থে এমন সময়োপযোগী পদক্ষেপ নেয়ায় সকল ব্যবসায়ী নেতা, দোকান মালিক ও দোকানদারকে লামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সচেতন মহল।
বৈঠকে উপস্থিত ছিলেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মুহা. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহা. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ব্যবসায়ী নেতা জাপান বড়ুয়া, লোকমান হোসেন, তানবিরুল ইসলাম, আবু ঈসা, সোহেল, বিপ্লব নাথ, অস্পল দাশ সহ প্রমূখ।
-এএ