শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

লামায় কাল থেকে বন্ধ থাকছে মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামায় শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে লামা বাজারের সকল ব্যবসায়ী ও শপিংমল মালিক সমিতির প্রতিনিধিরা নিজ উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে করে মার্কেট বন্ধ রাখার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ফুটপাতে কোনও হকারও বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে অষুধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার ও কীটনাশকের দোকান এর আওতায় থাকবে না।

এদিকে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সব বিষয়ে মনিটরিং করতে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের সমন্বয় বৈঠকে ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

জনস্বাস্থ্যের স্বার্থে এমন সময়োপযোগী পদক্ষেপ নেয়ায় সকল ব্যবসায়ী নেতা, দোকান মালিক ও দোকানদারকে লামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সচেতন মহল।

বৈঠকে উপস্থিত ছিলেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মুহা. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহা. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ব্যবসায়ী নেতা জাপান বড়ুয়া, লোকমান হোসেন, তানবিরুল ইসলাম, আবু ঈসা, সোহেল, বিপ্লব নাথ, অস্পল দাশ সহ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ