আওয়ার ইসলাম: পবিত্র রামাযান মাস উপলক্ষে কুরআনের আলোয় আলোকিত সমাজ গঠনের উদ্দেশ্যে
কুরআন মাজিদ বিতরণ করা হয়।
আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও বাজারে 'ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন' ঘোষিত কুরআন মাজিদ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার গোয়ানইঘাটের ধর্মগ্রামে করোনায় বিপর্যস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বহুমুখী সেবামূলক এ প্রতিষ্ঠানটি।
পবিত্র রামাযান মাস কুরআন নাযিলের মাস। তাই এ মহিমান্বিত মাসে ধর্মপ্রাণ মুসলমানদের বেশি বেশি কুরআন তেলাওয়াতের অনুরোধ জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতান মাহমুদ বিন সিরাজ। তাঁদের এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
তাদের এ কর্মসূচির অন্তর্ভুক্ত - কুরআন মাজিদ বিতরণ, বিপদগ্রস্ত আলেম ও হাফেজ পরিবারের পাশে দাঁড়ানো, 'মহিমাময় রামাযান' এফবি লাইভ অনুষ্ঠান, খাদ্য সহায়তা তহবিল, নিম্নবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, ঈদ ফুড প্যাকেজ বিতরণ।
-এটি