মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং (এমপি)-এর সহযোগিতায় জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতি পর থেকে লামা পৌর মেয়রের সহযোগিতা পেয়েছে লামা পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার সকালে লামা বাজারের হোটেল রেস্টুরেন্ট, জীপ ও পিক আপ চালক শ্রমিক, ২নং ওয়ার্ডের ভাড়াটিয়া এবং বাজারের ব্যাবসায়ীসহ ৩২৬ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, লামা পৌর এলাকায় বসবাসরত জীপ ও পিক আপ চালক ৭০ পরিবার, ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকা ৭৪ পরিবার ২নং ওয়ার্ডের হোটেল রেস্টুরেন্ট শ্রমিকে ১৩০ পরিবার, মরহুম আলহাজ্ব মুহা. আলী মিয়া শপিং সেন্টারের ৩০ জন ব্যবসায়ী, কাঁচা বাজারের ২২ জন ব্যবসায়ীসহ মোট ৩২৬ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণকালে লামা পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম উপস্থিত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলতে সচেতনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, লামা পৌরসভায় ৯টি ওর্য়াডের কোন পরিবার ত্রাণ সহয়তা থেকে বাদ যায় নাই। তবে কিছু কুচক্র মহল ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে।
গুজবকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন অযথা কারো নামে মিথ্যা অপবাদ না দিয়ে ভবিষ্যতে মানবতা আর মনুষ্যত্ববোধ নিয়ে কথা বলুন। যারা গুজব ছড়ায় তারা দেশের শত্রু তারা কখনো দেশের কল্যান কামনা করতে পারে না। সুতরাং গুজবে কান দিবেন না। গুজব সৃষ্টি করা মহাপাপ, গুজব সৃষ্টিকারীকে সমাজ থেকে বয়কট করুন। পার্বত্য মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের আপ্রাণ প্রচেষ্টায় অসহায় কর্মহীন মানুষদের মধ্যে সার্বক্ষণিক এ ত্রাণ সহযোগিতাসহ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এর কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- লামা পৌরসভার মেয়র মুহা. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহা. জাহেদ উদ্দিন, প্যানেল মেয়র মুহা. হোসেন বাদশাহ, মহিলা কাউন্সিলর সাকেরা বেগম, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
-এএ