আওয়ার ইসলাম: আশুলিয়ায় লে-অফের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সোমবার দুপুরে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় পোশাক নিট ওয়্যার লিমিটেড কারখানার প্রায় তিন’শ শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, এপ্রিল মাস চলে গেলেও এখনো কারখানা কর্তৃপক্ষ আমাদের মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করেনি।
এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলার পরও তারা বেতন পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা শুরু করেছে। তাই সোমবার কারখানার সকল শ্রমিক একযোগে বিক্ষোভ শুরু করে এবং দাবি আদায়ে সড়কে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শ্রমিক শাকিল জানান, কারখানাটিতে লে-অফ ছুটির কারণে এক বছরের নিচের শ্রমিকরা এমনিতেই কোনো বেতন পাবে না। আবার যা কাজ করেছে সেই বেতনও বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ কিছু শ্রমিককে মার্চ মাসের বেতন পরিশোধ করেছে আবও কিছু বাকি রয়েছে। যারা বেতন পায়নি তাদেরকে আর বেতন দেয়া হবে না জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, পোশাক নিট ওয়্যার লিমিটেড কারখানার কিছু শ্রমিক লে-অফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থানয় নেয়।
এ সময় আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) এওয়ান বিডি লিমিটেড কারখানার ৮ শতাধিক শ্রমিক চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পুরাতন ইপিজেড এর কাস্টম গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আগামী ১১ মে সোমবারের মধ্যে সকল বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। অন্যথায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে ঘোষণা দেন। পরে বেপজা কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের ডেকে নিয়ে বেতনের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
-এটি