আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য, দারুল উলুম দেওবন্দের নীতি-আদর্শ ও আকাবির-আসলাফের আপোষহীন চেতনাকে সমন্বিত রাখতে সরকার ঘোষিত অনুদান গ্রহণ না করার সঠিক ও যথার্থ সিদ্ধান্ত নেওয়ায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকে মোবারকবাদ জানিয়েছে ইত্তেফুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ।
আজ (২মে) শনিবার সন্ধ্যায়,ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি ও ইত্তেফাকুল মাদারিসের চেয়ারম্যান আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী এক প্রেরিত বার্তায় বেফাককে এই মোবারকবাদ জানান।
তিনি আরো বলেন,বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের শীর্ষ সংগঠন বেফাক এই সংকটকালীন সময়েও নীতি ও আদর্শের প্রশ্নে এমন আপোষহীন ও দৃঢ়চেতা সিদ্ধান্ত গ্রহণ করেছে যার মাধ্যমে আকাবির উলামার আদর্শ ও চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছে ।
আমরা বিশ্বাস করি নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীনতাই আমাদের সাময়িক সংকট থেকে উত্তরণের শক্তি ও সাহস যোগাবে।
ইত্তেফাকের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতী আমীর ইবনে আহমদ প্রেরিত বার্তায়,ইত্তেফাকের মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ ও মাওলানা মুহাম্মদ প্রমুখও মোবারকবাদ জানিয়েছেন।
-এটি