শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

মমেকতে আরেকটি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর মেশিন চালু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৫০জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪জনের, ময়মনসিংহ জেলার বাহিরে বিভাগের অন্যান্য জেলাগুলোতেও প্রায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে জেলা এবং আইইডিসিআর পক্ষ থেকে প্রতিদিন ২ শিফটে প্রায় চারশতরও অধিক নমুনা পরীক্ষা করা হয়,যদি ময়মনসিংহ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগে আরেকটি পিসিআর মেশিন যুক্ত হয়, তাহলে পরীক্ষার সংখ্যাও বাড়ানো সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।

তাই আগামীকাল রোববার থেকে,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ প্রদত্ত আরটি-পিসিআর মেশিনটি,কলেজের দ্বিতীয় তলায় চালু হতে যাচ্ছে, এতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত দুটি আরটি-পিসিআর মেশিনে প্রতিদিন ৩শিফটে ১৮৮টি করে ৫৬৪টি কেভিড-১৯ নমুনা পরিক্ষা সম্ভব হবে, এবং গত ১মাস ধরে ২শিফটে ১টি মেশিনে ১৮৮টি করে নমুনা পরিক্ষা করে আসছিলো।

অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা পরীক্ষা নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো,তা সমাধানকল্পে কতৃপক্ষ পরিক্ষার শিফট আরেকটি বাড়ানোর সিদ্বান্ত নিয়েছে,বর্তমানে তা ২শিফটে হচ্ছে,আগামীকাল থেকে ৩শিফটে হবে।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব বিশেষজ্ঞ প্রফেসর হারুন উর রশিদ,প্রফেসর মনির,প্রফেসর ড.পর্বা ইসলাম,শুক্রবার নতুন ল্যাবের মেশিনটি ট্রায়াল দিয়েছেন,রোববার বা সোমবার থেকে নতুন ল্যাবটিতেও পরিক্ষার কাজ শুরু হবে,এবং আমি আশা করছি কয়েকদিনের ভিতরেই পরিক্ষায় যে জট লেগেছে তা কমে যাবে।

অপরদিকে গত বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন করুনা ভাইরাসে আক্রান্ত রোগী, এবং পুরাতন ভবনে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ