আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের একই পরিবারের ৪জন ও প্রতিবেশী ১জন সুস্থ হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান,সুস্থ হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে পরিবারের ৪জন ও প্রতিবেশি ১জনকে করোনা মুক্ত ঘোষণা করে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
তাদের বাড়ি আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও এলাকায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান আওয়ার ইসলামকে বলেন,একই পরিবারের মধ্যে আক্রান্ত ৪জনের মধ্য থেকে ১জন যার নাম অজুফা,তিনি ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত হোন,পরে তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেসনে রাখা হয়েছিলো আজ সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে,আর পরিবারের বাকি ৩জন এবং প্রতিবেশী ১জনকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো,তারাও এখন করোনা মুক্ত।
জানা যায়,ঈশ্বরগঞ্জের প্রথম করোনায় আক্রান্ত মহিলা মোছা.অজুফা,নারায়নগঞ্জের একটি পোশাক শিল্প কারখানায় কাজ করতেন,গত ৫ এপ্রিল বাড়িতে আসার পর ১২ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁর পরিবারের আরও ৩ জন ও প্রতেবেশী ১জন এই ভাইরাসে সংক্রমিত হন।
এর আগে আজ সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন,মোছা.অজুফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নগদ ৫ হাজার টাকা,৩০কেজি চাল,৩কেজি ডাল, ৬কেজি আলু ও ৫লিটার তেল খাদ্য সহায়তা দেন।
-এটি