আওয়ার ইসলাম: হবিগঞ্জে সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার ও ‘হীড বাংলাদেশ’ নামের একটি এনজিওর স্বাস্থকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে ৬৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার মধ্যে শুধু স্বাস্থ্য বিভাগেরই আছে ১৮ জন।
আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
হবিগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার দুজন নার্সসহ স্বাস্থ্য বিভাগের মোট ১৮ জন কর্মচারী রয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় একজন মারা গেছে করোনায়। চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুদ্দিন হাসপাতালে গত শনিবার রাতে মারা যায়।
এর আগে গত ১০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জে আসা মাইক্রোবাসচালক মোয়াজ্জেম প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।
-এএ