মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কাপুরিয়া সদরদী গ্রামের হাজী মহিউদ্দিন বিশ্বাসের ছোট ছেলে সাখাওয়াত বিশ্বাস। সাখাওয়াত বিশ্বাস আমরিকায় বসবাস করেও অসহায়ের সেবক হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। করোনার এই সময়ে জন্মভূমি ও জন্মভূমির মানুষের কথা ভুলে যাননি তিনি।
মুহা. সাখাওয়াত বিশ্বাস ভাঙ্গায় মহামারী করোনায় কি করনীয় সে ব্যাপারে মানুষকে সচেনত করার লক্ষে মহল্লায় মহল্লায় মাইকিং এবং গরীব দুঃখী মানুষের খোঁজ-খবর নিচ্ছেন।
সম্প্রতি তিনি বড় ভাই জাকারিয়া বিশ্বাস ও কিবরিয়া বিশ্বাসের মাধ্যমে এলাকার অনেক অসহায় হত-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এ ছাড়া ও তিনি ভাঙ্গা উদায়ন ক্লাব এন্ড লাইব্রেরী সদস্যদের মাধ্যমে অসহায় ভ্যানচালকসহ হত-দরিদ্রের মাঝে ত্রান বিতরন করেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে তিনি জানান, আমি যেখানেই থাকি না কেন আমার মন, প্রান সবই আমার মাতৃভূমিতে। আমার রাজনীতির মূল লক্ষ হচ্ছে মানুষের সেবা করা। বিশেষ করে অসহায় হত-দরিদ্র মানুষের পাশে থাকা। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাবো ইনশা আল্লাহ। এটাই আমার রাজনৈতিক জীবনের দৃপ্ত উচ্চারণ।
-এএ