শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে কবরস্থানে লাশ দাফন নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরোধপূর্ণ কবরস্থানে লাশ দাফনকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রাম ও জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের মধ্যে এ ঘটনাটি ঘটে।

গতকাল সোমবার রাত ৯টায় মজলিশপুর পূর্বপাড় গ্রামের মিয়া হোসেন মিয়ার লাশ দাফনের জন্য বিরোধপূর্ণ কবরস্থানে কবর খনন করা হয়। পরে লাশ দাফন করতে কবরস্থানে গেলে তারা দেখে কবর মাটি দিয়ে ভরাট করছে ইদ্রিছ উল্লার পরিবারের লোকজন। এসময় উভয় দলের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামের লোকজন ও পাশের জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের লোকজনের মধ্যে মনবাগ এলাকার কবরস্থানটির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ, ইউপি চেয়ারম্যান ও পাশের বিভিন্ন মহল্লার লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এব্যাপারে জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লা বলেন, কবরস্থানটির দলিল সূত্রে আমরা মালিক। ভুলক্রমে সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়ায় আদালতে মামলা চলছে। আমরা জমির মালিক হওয়ায় কবর দিতে বাধা দিয়েছি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, লাশ দাফন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি শোনা মাত্র পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষের লোকজন আমার কাছে ওয়াদা করেছেন আপস মীমাংসা করবেন। বিষয়টি আমার নজরে আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা ঠিক প্রস্তুত আছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ