আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে বাবার দোকানে আগুনে পুড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র নাঈমুল হাসান (১৫) লাকসাম রামচন্দ্রপুর গ্রামের মুহা. মুরাদের ছেলে। সে হাসান কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। আগুনে বাজারের আরও ছয়টি দোকান পুড়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে রামচন্দ্রপুর গ্রামের মুরাদের মালিকানাধীন আলম স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ওই দোকানের ভেতরে আটকে পড়া মুরাদের ছেলে জাহিদ (১৭) বেরিয়ে যেতে সক্ষম হলেও ছোট ভাই নাঈমুল হাসান (১৫) আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মীর আবুল ফজলের পক্ষ থেকে নিহত স্কুল ছাত্রের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
-ওএএফ