আওয়ার ইসলাম: ঢাকার অদূরে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক মার্কেটের কাদের মিয়ার গোশতের দোকান। বিক্রির উদ্দেশে আনা একটি মরা গরু এই দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে এই দোকান থেকেই মরা গরুর মাংসসহ হাতে নাতে আটক করা হয় রাজু নামের এক কসাইকে।
ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, অসুস্থ ও মৃতপ্রায় ও মৃত পশু জবাই করে বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদফতরের নির্দেশনা থাকার পরও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। পশুর শারীরিক অবস্থা বিবেচনা না করে জবাই করা স্বাস্থ্যঝুঁকি সম্পূর্ণ এসব মাংস কিনছেন সাভারের সাধারণ ক্রেতারা।
জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সে কারণে অধিক সংক্রমণ ও ছোঁয়াচে রোগ বৃদ্ধির পাশাপাশি কিডনি, লিভার ও হৃদপিন্ড স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
রোগাক্রান্ত পশু কোয়ারানটাইনে রাখার পরিবর্তে এভাবে প্রকাশ্যে বিক্রি করা এমনকি স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই করা দন্ডনীয় অপরাধ। কসাইরা বলছেন, পশুর স্বাস্থ্য পরীক্ষা করার কথা যাদের, প্রাণিসম্পদ দপ্তর এর এক শ্রেণীর কর্মকর্তাদের কখনো মাংস কখনো বা নগদ টাকা নিয়ে তারা দিব্যি কর্মটি চালিয়ে যাচ্ছেন।
-এটি