আশিকুল ইসলাম খান
ত্রিশাল (ময়মনসিংহ) থেকে>
ময়মনসিংহের বাউল সংঘের উদ্দ্যোগে উরস ও বাউল গানের আসরের আয়োজন ও সে লক্ষ্যে চাঁদা কালেকশনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে। বিষয়টি স্থানীয় উলামায়ে কেরাম উক্ত ওয়ার্ড মেম্বারকে জানিয়ে উরস ও বাউল গানের আসর বন্ধের আবেদন জানায়। তারই প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজকদের সাথে কথা বললে তারা ক্ষুব্ধ হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকার উলামায়ে কেরাম উরস ও বাউল গানের আসর বন্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মুফতি নাসিমের নেতৃত্বে ত্রিশাল থানা বরাবর অভিযোগ পত্র দাখিল করা হয়।
এদিকে বাউল সংঘের সভাপতিসহ বেশ কয়েকজন সমাবেশে উপস্থিত হয়ে আলেমদের কাছে ক্ষমা চান এবং আলেমদের দাবি অনুযায়ী উরস ও বাউল গানের আসরের তারিখ অর্থাৎ ১২ ও ১৩ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত স্থানে তাফসীরুল কুরআন মাহফিলের ঘোষনা করা হয়। মাওলানা সিরাজুল ইসলামের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্ত হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মুফতি আব্দুল মালেক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ত্রিশাল শাখার সভাপতি মাওলানা আবু তাহের, ছাত্র জমিয়ত ত্রিশাল শাখার সহ-সভাপতি মুফতী আশিকুল ইসলামসহ স্থানীয় অন্যান্য উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগন উপস্থিত হয়।
-এএ