শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ত্রিশালে ‘উরস ও বাউল গানের আসর’ বন্ধে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশিকুল ইসলাম খান
ত্রিশাল (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের বাউল সংঘের উদ্দ্যোগে উরস ও বাউল গানের আসরের আয়োজন ও সে লক্ষ্যে চাঁদা কালেকশনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে। বিষয়টি স্থানীয় উলামায়ে কেরাম উক্ত ওয়ার্ড মেম্বারকে জানিয়ে উরস ও বাউল গানের আসর বন্ধের আবেদন জানায়। তারই প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজকদের সাথে কথা বললে তারা ক্ষুব্ধ হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকার উলামায়ে কেরাম উরস ও বাউল গানের আসর বন্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মুফতি নাসিমের নেতৃত্বে ত্রিশাল থানা বরাবর অভিযোগ পত্র দাখিল করা হয়।

এদিকে বাউল সংঘের সভাপতিসহ বেশ কয়েকজন সমাবেশে উপস্থিত হয়ে আলেমদের কাছে ক্ষমা চান এবং আলেমদের দাবি অনুযায়ী উরস ও বাউল গানের আসরের তারিখ অর্থাৎ ১২ ও ১৩ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত স্থানে তাফসীরুল কুরআন মাহফিলের ঘোষনা করা হয়। মাওলানা সিরাজুল ইসলামের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্ত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মুফতি আব্দুল মালেক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ত্রিশাল শাখার সভাপতি মাওলানা আবু তাহের, ছাত্র জমিয়ত ত্রিশাল শাখার সহ-সভাপতি মুফতী আশিকুল ইসলামসহ স্থানীয় অন্যান্য উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগন উপস্থিত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ