আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
আগামি দিনগুলোতে এই তিন মনিষীর আদর্শ বাস্তবায়ন করতে বর্তমান প্রজন্মকে তাদের রেখে যাওয়া আদর্শকে আকড়ে ধরতে হবে। ও তাদের দেওয়া অসম্পূর্ণ কাজগুলো, যেমন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার বিষয়ে আমাদেরকে জোড় প্রদক্ষেম গ্রহণ করা সহ তাকওয়া, তাজকিয়া তাসাউফের পিছনেও তারা কাজ করে গেছেন,আর এই সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। ইলমি আমলি ও রাজনৈতিক সব ক্ষেত্রেই এ তিন মনিষী বর্তমান প্রজন্মের রোল মডেল।
ময়মনসিংহের বড় মসজিদে আজ বৃহস্পতিবার সাম্প্রতিক কালে ইন্তেকাল করা তিন আলেম, আল্লামা আশরাফ আলী রহ. আল্লামা তাফাযযুল হক হবিগঞ্জী রহ. এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ.এর জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে আগত অতিথিবৃন্দগণ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফিজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেফাকের মহা-সচিব আল্লামা আব্দুল কুদ্দুসের পক্ষে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক আল্লামা আবু ইউসুফ,বালিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা এমদাদুল হক,আল্লমা আশরাফ আলী রহ. এর জামাতা মাওলানা আতাউল্লাহ্ আমিনী,আল্লমা তাফাযযুল হক হবিগঞ্জী রহ.এর ছেলে মাওলানা তাফহীম,আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ.এর ভাই মাওলানা সাব্বির আহমদ রশীদ প্রমুখ।
এছাড়াও আয়োজকদের মধ্যে থেকে আরো উপস্থিত ছিলেন,ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ,প্রচার সম্পাদক মাওলানা শরিফ হাসান,মহানগর সম্পাদক মাওলানা রশিদ আহমাদ ফেরদৌস। এছাড়াও কেন্দ্রীয়, জেলা এবং বিভিন্ন থানা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
-এটি