আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় তিন জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৩৫), একই ইউনিয়নের পিতারকান্দি গ্রামের আবদুর রহমান (৩৮) এবং মো. জয়নাল (৪০)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওই গ্রামের মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল। এদের মধ্যে শুধু কফিল উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ মে চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নানকে বাড়ির পাশে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরের বছর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দেয়।
-এটি