মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিবের দায়িত্ব পেলেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শুয়াইব বিন আব্দুর রউফ। পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন আল্লামা আনোয়ার শাহ রহ.-এর ছেলে মাওলানা আঞ্জার শাহ তানিম।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও এ বৈঠকে আল্লামা শাব্বির আহমাদ রশিদকে আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল (মুহতমিম) ও ঐতিহাসিক শহীদি মসজিদের মোতাওয়াল্লী হিসাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব ছিলেন সদ্য প্রয়াত আল্লাম আযহার আলী আনোয়ার শাহ রহ.। ১৯৭৭ সাল থেকে ৪৩ বছর টানা খতিবের দায়িত্ব পালন করেন তিনি। গত ২৯ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।
নতুন নিয়োগ প্রাপ্ত খতিব মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সানী ইমাম হিসেবে নিযুক্ত আছেন।
আরএম/