আওয়ার ইসলাম: পঞ্চগড় সদর থেকে আটোয়ারীর দিকে চলে যাওয়া মেইন রোডে দীর্ঘদিন ধরে চলছে সড়ক মেরামতের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরিক্ষার্থীরা।
তিন মাসেরও বেশি সময় ধরে চলছে এই রোডে মেরামতের কাজ। কিন্তু কাজ শেষ হওয়ার যেন কোন নাম গন্ধ নেই। পরিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীও পড়েছেন বেশ বিপাকে।দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিভিন্ন জায়গায় যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।
এই রোডে মাগুরা থেকে পঞ্চগড় পলিটেকনিক্যালে প্রতিদিন যাতায়াত করেন সে কলেজের শিক্ষার্থী তপন। কিছুদিন আগে পরীক্ষা দিতে যাওয়ার পথে ৩০মিনিটের বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তিনি।
মেরামতের কাজ শুরু হওয়ার পর থেকে যাতায়াতের পথে ভোগান্তি এখন যেন তার নিত্যদিনের সঙ্গী। আজ এসএসসি পরীক্ষা দিতে যাওয়া বেশ কিছু পরিক্ষার্থী পিছলা খেয়ে অভিভাবক সহ মোটর সাইকেল নিয়ে পড়ে যান বলেও জানান তিনি।
পরিক্ষার্থী ও পথচারীদের এ দুর্দশার চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মতামত ও কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করলেও যেন কোন গুরুত্বই দিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই অব্যবস্থাপনার ব্যাপারে কথা বলতে চাইলে দ্রুতই কাজ শেষ হবে এ বাক্যতেই সীমাবদ্ধ থাকে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উত্তর। মেরামতের নামে দূর্ভোগের শিকার পরিক্ষার্থীরা পরীক্ষার দিনগুলোত সকাল ১০টার পরে মেরামত কাজ শুরু করার দাবী জানিয়েছেন।
-এটি