আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস করার অভিযোগে শেরপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে মো. মোশাররফ হোসেন (১৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চাপাতলী বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর পর তার মোবাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের আলামত পাওয়া যায়।
মোশাররফ শেরপুর শহরের চাপাতলী এলাকার বাসিন্দা। তিনি শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
র্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোশাররফের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে পাঠানোর কথা স্বীকারও করেছেন।
প্রসঙ্গত, আজ সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এ বছর প্রায় সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।
আরএম/