আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি>
‘নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্ট’র উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের তালতলাস্থ খলকু মিয়ার বাড়ীতে নবম ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি এই ফ্রি চক্ষুশিবির কার্যক্রম পরিচালিত হয়।
চক্ষুশিবিরে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারীসহ বিভিন্ন বয়সী ছানিপড়া গরীব প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশমাসহ চোখের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ৩৭ জন রুগিকে চোখের অপারেশন জন্য বাছাই করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এ এস মহবুব আহমদ। ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ নছির আহমদ খলকু মিয়া।
[caption id="" align="aligncenter" width="720"] চক্ষুশিবিরে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা[/caption]
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী আইন উদ্দিন, উসমানপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, হাফেজ রেদওয়ান আহমদ, হাফেজ কুতুব উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উলজেলার কৃষি কর্মকর্তা মুহা. আনিছ উজ্জামান, ডাক্তার আহমদ আলী, দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, ট্রাস্টের সদস্য সৈয়দ আখতার আহমদ, মওদুদ আহমদ চৌধুরী, হাফেজ জুবায়ের আহমদ, ডাক্তার আব্দুস সহিদ, রফি উল্লাহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উলজেলা প্রেসক্লাবের সদস্য আব্দুল কাশেম অফিক প্রমুখ।
চক্ষুশিবিরে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার এম এ মতিন ও তার দল।
উল্লেখ, নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্ট ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকায় ফ্রি চক্ষুশিবিরসহ আর্তমানবতার সেবা, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
-এএ