আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে একটি বস্তিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের তথ্য অফিসার অজিজুল ইসলাম জানান, ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
-এএ