সিলেট প্রতিনিধি: সিলেট মডেল মাদরাসায় 'ইশ'আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০’-এর সিলেট জেলা ভিত্তিক বাছাইপর্ব শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
'ক' এবং 'খ' দুই গ্রুপে সকাল ৯টা থেকে বাছাই শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে মোট ১২ জন প্রতিযোগী মূল পর্বের টিকিট পান।
সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে বাছাইপর্বের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া মাহমুদিয়া সুবহানিঘাট মাদরাসার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা আহমদ সগীর।
[caption id="" align="aligncenter" width="720"] হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা[/caption]
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইশা'আতুল কোরআন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা ওমর ফারুক, হুফফাজুল কোরআন সোসাইটির সভাপতি হাফেজ কারী আখতার হোসাইন, জেএমজি কার্গো লিমিটেডের সাবেক কান্ট্রি ডিরেক্টর, শিক্ষানুরাগী আলহাজ্ব জালাল আহমদ, সিলেট মডেল মাদরাসার শিক্ষক নাযীফুল হক, হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা তানভীর আহমদ, শিক্ষক সালেহ আহমদ জুনাইদ হক প্রমুখ।
বাছাই পর্বে বিজয়ী হওয়া ১২ জন প্রতিযোগি আগামী ৪ মার্চ ঢাকায় মূল পর্বে অংশ গ্রহণ করবে। গ্রান্ড ফাইনাল প্রতিযোগিতায় উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হবে।
-এএ