শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

'শহীদি মসজিদে প্রাণবন্ত সেই খতিবের দেখা আর মিলবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর ।।

আমাদের ছোট্ট জেলা কিশোরগঞ্জে ছিলেন দুজন বড়মাপের আলেম। দেশের আলেম-উলামা ও দীনদার শ্রেণির কাছে একজন ‘শাহ সাহেব’ আরেকজন ‘খান সাহেব’ হিসেবে পরিচিত। শুধু পদ-পদবি কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়ে নয়, ইলমি যোগ্যতা ও ব্যক্তিত্বে তাঁরা ছিলেন স্বমহিমায় ভাস্বর। হজরত মাওলানা আতাউর রহমান রহ. চলে গেছেন ২০০৮ সালে। আর আজ চলে গেলেন হজরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ.।

জীবনে শাহ সাহেব হুজুরের মতো এতোটা প্রভাবশালী আলেম খুব কমই দেখেছি। কিশোরগঞ্জের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কোনো অঙ্গন তাঁর প্রভাবের বাইরে ছিল না। প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সবাই তাঁকে অসম্ভব সমীহ করতো। ভাবগাম্ভীর্য আর ব্যক্তিত্বের দিক থেকে তাঁর মতো ‘প্রিন্সিপাল’ খুব কমই দেখেছি।

জীবনে অনেক মসজিদে জুমা পড়েছি, কিন্তু শাহ সাহেব হুজুরের পেছনে জুমা পড়ার মতো প্রশান্তি কোথাও অনুভব করিনি। বিশুদ্ধ উচ্চারণ, মধুমাখা তেলাওয়াত, নিজস্ব স্টাইলে খুতবার কারণে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয় একজন খতিব। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা শুধু তাঁর পেছনে জুমা পড়তে আসত। শহীদি মসজিদে প্রাণবন্ত সেই খতিবের দেখা আর মিলবে না, ভাবতেই অন্তরটা কেঁদে উঠছে।

হে আল্লাহ আমাদের প্রিয় উস্তাদ শাহ সাহেব হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

(লেখকের ফেসবুক থেকে নেওয়া)

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ