আওয়ার ইসলাম: ইসলামি শিশুশিক্ষা উন্নয়ন বোর্ড পরীক্ষায় মেধা তালিকা উত্তীর্ণ দুই শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে কামরাঙ্গিরচরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কুরআন বিতরণ সম্পন্ন হয়েছে৷
গতকাল (২৭ জানুয়ারি) সোমবার কামরাঙ্গিরচর হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারীকূল শিরোমণি মাওলানা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল বরিশালী, লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা আজিমুদ্দিন, ঐতিহ্যবাহী লালবাগ মাদরাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহিয়া, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ।
এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার আইটি বিষয়ক সম্পাদক ও বোর্ড মহাসচিব মাওলানা আবদুর রহমান মৃধা।
ইসলামী শিশু শিক্ষা উন্নয়ন বোর্ড সভাপতি মাওলানা কামাল উদ্দিন কামালের সভাপতিত্বে বক্তব্যে তারা বলেন, কুরআনের আজমত রক্ষার্থে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা যে খিদমত আনজাম দিচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে মুসলিম উম্মা উপকৃত হবে এবং কুরআন প্রেমিদের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ।
আরেএম/