শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

আল্লামা আনোয়ার শাহর মৃত্যুতে শোকে ভাসছে সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক।।

দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না। ‘জন্মিলে মরিতে হয়’। এই জন্য মৃত্যু মুমিনের কাছে উপহার এবং মহান রবের সাথে মিলনের মাধ্যম। তবু কারও কারও মৃত্যু মেনে নেয়া খুব কষ্টের। কোন কোন মণীষার মৃত্যুতে ভারী হয়ে ওঠে পৃথিবীর আকাশ।

এই জন্যই বলা হয় ‘মাওতুল আলিমি, মাওতুল আলম’।  এমন মহান ইসলামি ব্যক্তিদের ইন্তেকাল আমাদের পরকালের কথা আরও প্রবলভাবে মনে করিয়ে দেয়। তাদের মৃত্যুতে জন-মনে নেমে আসে শোকের ছায়া।

আজ বিকেলে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলইহির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায়ও নেমে এসেছে শোকের ছায়া। প্রায় সকল ইসলামি ব্যক্তিত্বই নিজ নিজ ওয়ালে শোকের পোস্ট শেয়ার করেছেন।

বিশিষ্ট লেখক ও সম্পাদক শরিফ মুহাম্মদ লিখেছেন, ‘আল্লাহ, তুমি তোমার এই প্রিয় বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করো’।

সাংবাদিক, ইমাম ও খতিব আলি হাসান তৈয়ব লিখেছেন, ‘থেমে গেল বয়োবৃদ্ধ শায়খের এক জওয়ান কণ্ঠ। বিশুদ্ধ বাংলার সঙ্গে যার মধুর তেলাওয়াত মুগ্ধতা নিয়ে শুনতাম। নামের মতো চলনে-বলনেও যার শাহ তথা শাহিভাব টানত আমাকে। কুমিল্লা, হবিগঞ্জের পর কিশোরগঞ্জের রত্ন— চলে গেলেন উম্মতের তিন কাণ্ডারি। আমাদের মুরুব্বিশূন্যতা কেবল বাড়ছে। থেকে যাচ্ছি আমরা কলহবাজ অকর্মারা। মাবুদ তুমি সহায় হও জীবিত ও মৃতদের!’

সাইন্স ল্যবরেটরি সাইন্স মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফী  লিখেছেন, ‘দেশের প্রথম সারির একজন মুরুব্বী,আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের উঁচু মাক্বাম দান করুন। আমিন’।

জামেয়া আবু বকর সিদ্দিকের সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম আবরার লিখেছেন, ‘আহ! আব্বাজান রাহিমাহুল্লাহ এর হাতেগড়া ছাত্রদের মাঝে অন্যতম ছিলেন আল্লামা আযহার আলি আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ৷ পারিবারিকভাবে খুব কাছাকাছি ছিলাম আমরা৷ আব্বাজান রাহিমাহুল্লাহ এর কারণে আমাদের "ভাই" বলে ডাকতেন৷

আজ তিনি চলে গেলেন৷ একজন সচেতন, তীক্ষ্ম মেধার অধিকারী মুহাক্কিক রাহবারকে আমরা হারালাম৷ আল্লাহ শাহ সাহেবের জীবনের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিন৷ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন!’

তরুণ সঙ্গীত শিল্পী আবু উবাইদা লিখেছেন, ‘বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো! হুজুর আর নেই! হুজুর আর নেই! আল্লাহ, তুমি আমাদের হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো! আমিন’

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ