শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে

ওয়ায়েজ ও মাদরাসা শিক্ষক মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী মাহফিল থেকে ফেরার সময় অজ্ঞাদ দু’জন মোটরসাইকেল আরোহী তার উপর হামলা চালায়।

জানা যায়, প্রথমে মুফতি রিজওয়ান রফিকীকে লক্ষ্য করে তার পাশের জানালার উপর আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়, এতে তিনি সামান্য আহত হন। অবস্থা বেগতিক দেখে ড্রাইভার দ্রুতবেগে গাড়ি চালাতে চাইলে হামলাকারীরা পেছন থেকে আবারো হামলা চালায়। এতে গাড়ির পেছনের অংশের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

এ ঘটনায় মুফতি রিজওয়ান রফিকী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছেন। এসআই এনামুল হক তৎক্ষণাৎ  মুফতি রিজওয়ান রফিকীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই এনামুল হক আওয়ার ইসলামকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে হামলা হয়েছে এতোটুকু নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

হামলা সম্পর্কে মুফতি রিজওয়ান রফিকী বলেন, আমি গতকালের বয়ানে চলমান কিছু বিষয়ে আলোচনা করেছি। এতে একটি নির্দিষ্ট মহল প্রশ্নবিদ্ধ হয়েছে। হয়তো কিছু মানুষের গায়ে লেগেছে কথাগুলো।

আমি বলেছিলাম, নাস্তিকরা চায়না নারীদের মুখ ঢাকা থাকুক। তারা চায় নারীরা পর্দাহীন অবস্থায় পথে-ঘাটে লাঞ্ছিত হোক। সুতরাং যারা মুখের পর্দা উঠিয়ে দিতে চায়, তারা প্রকারান্তে রাশেদ খান মেননের কথার সমর্থনে কথা বলছেন। এছাড়াও জনৈক বক্তার কিছু ভ্রান্ত ফতুয়া তুলে ধরে আগত মুসল্লিদের সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু কারো নাম উচ্চারণ করা থেকে বিরত থেকেছি।

তিনি বলেন, মাহফিল শেষে আমরা যখন ফিরছিলাম তখন লালন সিএনজি পাম্প নিকটবর্তী একটা স্থানে কিছু যুবক আমাদের উপর হামলা চালায়। যদিও শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি হয়নি, তবুও আমরা এটাকে আলেমদের বিরুদ্ধে একপ্রকার ষড়যন্ত্র মনে করছি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ