শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রাইভেট কারসহ ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামান (৩২) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

গতকাল রোববার দিবাগত রাতে জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকিবুজ্জামান কালকিনি থানার চরঠেঙ্গামারা এলাকার মুহা. মালেকুজ্জামানের ছেলে।

জানা যায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিম টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিন সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদী, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, আটক আসামি মুহা. রকিবুজ্জামান নিজেকে সেনাবাহিনীর মেজর এবং র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করা হয়। আটক আসামিকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ