মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
রাজধানীর মাযকাযুত তাক্বওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মিছবাহ সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ৩ টায় চকরিয়া আল আমিন ফাউন্ডেশনের মাহফিল থেকে ফেরার পথে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান মিছবাহর সেক্রেটারি আওয়ার ইসলামকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল (২৫ জানুয়ারি) শনিবার কক্সবাজার জেলার চকরিয়ায় এক ধর্মীয় ওয়াজ মাহফিলে আলোচনা শেষ করে ঢাকা ফেরার পথে চন্দনাইশের বাগিচাহাট এলাকার মোড়ে গাড়িটি উল্টি খেয়ে খাদে পড়ে যায়।
তিনি বলেন, হাবিবুর রহমানন মিছবাহসহ ৪ জন সফরসঙ্গী ঐ গাড়িতে ছিলেন, মিছবাহ সাহেব ছাড়া বাকিরা ঘুমে ছিলেন, গাড়িটি উল্টি খেয়ে শরীরে পানি লাগার অনুভুতি হলে গ্লাস ভেঙ্গে কোনরকম বেরিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে চন্দনাইশ সদরের বুলারতালুক তা'লীমুল ইসলাম মাদরাসার বর্তমানে অবস্থান করছেন বলে জানিয়েছে মাদরাসার পরিচালক মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী। আজ বেলা ১১ টার সময় আবারো ঢাকার পথে যাত্রা করবেন তিনি।
ফেসবুকে যা বললেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ
সড়ক দূর্ঘটনায় আহত মুফতি হাবিবুর রহমান মিছবাহ এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি। আপনাদের দোয়া বড়ই কার্যকর। এমন এক্সিডেন্টে মানুষ বাঁচার কথা নয়। কিন্তু সাসান্য কাটাছেঁড়া ব্যতিত তেমন কোনো ক্ষতিই হয়নি। গাড়িতে পাঁচজন ছিলাম।
একসিডেন্ট পয়েন্ট— বাগিচাহাট হাইওয়ে (দোহাজারী পটিয়ার মাঝখানে)। রাস্তায় এমন বাঁক, এখানে নাকি গত পঁচিশদিনে ধারাবাহিক প্রতিদিন একটি করে গাড়ি পড়েছে। আমরা পঁচিশতম।
যখন পড়ছিলাম তখন সবাই সজাগ। আমি বই লিখছিলাম। শুধু ইন্নালিল্লাহ পড়েছি। ভেবেছি এই তো শেষ । মৃত্যু যেন কেমন হয়! একটু পর অনুভব করি শরীর পানিতে ডুবছে। ভেবেছি এই বুঝি পানিতে দম বন্ধ হয়ে জীবন শেষ।
ভেতরে সফরসঙ্গীদের কান্না। জানালা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলছে না। গ্লাস ভেঙ্গে হাত কেটেছে। কেটেছে আরও কয়েক জায়গায়। ভাঙ্গা থেকে বাইরে বেরোলাম। গাড়িটা আরেকটু ভেতরে গেলে আর রক্ষা ছিল না। গভীর পানির পুকুর।
জীবনে এমন একসিডেন্ট কেউ দেখেছে কী না জানি না। এমন ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু বলার মতো তেমন কিছুই হয়নি আমাদের। গাড়ি ছাড়া তেমন কোনো মালেরও ক্ষতি হয়নি। তবে গাড়িটা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখে সবাই অবাক যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন।
খবর শুনে মুফতী মিযানুর রহমান সাঈদ, আইয়ূবী ভাই, Akon Serajul Islam, সাইমুম সাদী, Molla Nazim Uddin, Sabbir Majhari, Noor Mohammad, Amimul Ehsan, Ehsan Siraj, নূর হোসাইন দুবাই, Mir Ahmad Miru, রাফি বিন মুনীরসহ মোবাইলে-ম্যাসেঞ্জারে অনেকেই খবর নিয়েছেন। অনেকের ফোন রিসিভ করতে পারিনি বলে খুবই দুঃখিত।
মুহতারাম আবুরেজা নদভী এমপির পিএস হারুন ভাই, Amin Iqbal ভাই, মাহমূদ মাদানী, দোহাজারী হাইওয়ে পুলিশ, মক্কা পেট্রোলপাম্প তালীমুল ইসলাম মাদরাসার মুফতী হাসান মুরাদাবাদীসহ ওস্তাদবৃন্দ, চট্টগ্রামের আনোয়ার ভাই, স্থানীয় কয়েকজন যুবক অনেক সহযোগিতা করেছেন। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও দোয়া।’
আরএম/