শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ১০টি দ্বিতল বাস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমরা সবাই আজকে এখানে মুজিববর্ষে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেখতে এসেছি। আমাদের সময়ে পড়ালেখার জন্য ঠিকমত বইখাতা পেতাম না। অথচ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের হাতে বছরের শুরুতে বই তুলে দিচ্ছেন। বাস সার্ভিস চালু করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ।

গতকাল শনিবার নগরীর আউটার স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে চট্টগ্রামের স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০টি দ্বিতল বাসের উদ্বোধন অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সময়ে আমরা কম্পিউটার দেখিনি। বর্তমান সরকার প্রাথমিক স্কুল থেকে সব বিদ্যালয়ে কম্পিউটার ও ইন্টারেনট সংযোগ দিয়েছে। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের গুণে সম্ভব হয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এত উন্নত হতে পারতাম না। আমরা হয়ত আফগানিস্তানের মত অবস্থায় থাকতাম।

তিনি আরও বলেন, সবাইকে বাসের রক্ষণাবেক্ষণ করতে হবে। পাঁচ টাকা ভাড়া দিয়ে স্কুল পোশাক পরে তোমরা বাসে করে যাতায়াত করতে পারবে। দেশ এগিয়ে যাওয়ার পেছনে বেসরকারি খাতের অবদান রয়েছে। জিপিএইচ ইস্পাত শিক্ষার্থীদের বাস সার্ভিস চালুতে ভূমিকা রেখেছে।

জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, চট্টগ্রাম সব সময় এগিয়ে থাকে। আজকে চট্টগ্রামে প্রথম শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করে তা সত্যি প্রমাণিত হলো। শিক্ষার্থীদের দাবি মতে প্রধানমন্ত্রী দশটি বাস উপহার দিয়েছেন। প্রত্যেক বাসে ছয়টি সিসিটিভি ক্যামেরা থাকবে। কোন শিক্ষার্থী পাঁচ টাকার অতিরিক্ত ভাড়া দেবে না। দিলে তা ফুটেজে ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ