শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশি আলেমদের প্রতি সৌদি শায়খের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানালেন সৌদি আরবের মক্কা শহরের মসজিদে উমর ইবনুল খাত্তাব রা.-এর খতিব শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ্।

তিনি বলেছেন, উলামায়ে কেরামকে রাসুল সা.-এর সুন্নতের অনুসরণ করতে হবে। অহংকার এবং হিংসা মুক্ত হয়ে জনসাধারণের মাঝে দাওয়াতের কাজ করতে হবে।

২৫ জানুয়ারি (শনিবার) এশার নামাজের পর, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনে বিশেষ অতিথির আলোচনায় তিনি এ আহ্বান জানান।

শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ বলেন, দাওয়াত কাজে কষ্ট হবে এটাই রাসুল সা. -এর সুন্নত। তাই রাসুল সা. যেভাবেদীনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরাও তার অনুসরণ করব,কষ্ট হলেও তা সহ্য করে নেব।

তিনি রাসুল সা. ক্ষমাশীলতা ও ধৈর্য নিয়েও আলোচনা করেন। তিনি বলেন,  ‘কেউ আমাকে কষ্ট দিলে আমি কষ্ট না নিয়ে উল্টো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব, এতে করে ধৈর্য ধারণ করার ক্ষমতা তৈরি হবে। কেউ আমাকে গালি দিলে আমি তাকে ক্ষমা করে দেব, এতে করে নিজের ভেতর সহনশীলতা ও ক্ষমা করার আগ্রহ সৃষ্টি হবে।’

সম্মেলনে আগত সকল উলামায়ে কেরাম সরকারের কাছে কাদিয়ানীদের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মাটিতেও কাফের ঘোষণা করার দাবি জানান।

এদিকে সীরাতুন্নাবী সা. সম্মেলনটি আঞ্জুমান ঈদগাহ্ ময়দানে সকাল ১০টা থেকে শুরু হয় এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ইত্তেফাকের মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের তাহাফ্ফুজে খতমে নবুওয়তের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নূর হুসাইন কাসেমী, কলকাতা ভারতের মাওলানা সোহরাব আলী খাঁন কাসেমী, মাওলানাআব্দুল মালেক, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী প্রমুখ।

আগামী ২০২১ সালের ২৩ জানুয়ারি (শনিবার) ইত্তেফাকের কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ