শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

যশোরে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের অভয়নগর উপজেলায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ইলিয়াস শেখ।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইলিয়াস শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার হাকিম শেখের ছেলে। পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, ভোর রাতে ইলিয়াস শেখ এবং তার এক সহযোগী অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালাচ্ছিলেন।

চারটার দিকে ভ্যানটি চালিয়ে তিনি শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছান। এলাকাবাসী টের পেয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনি দ্রুত ভ্যান চালাতে থাকেন।

এক পর্যায়ে ভ্যানসহ সড়কের পাশের গর্তের মধ্যে পড়ে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেন। এতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা যান। তার অপর সহযোগী পালিয়ে যান।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ইলিয়াসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা গেছেন। তার বিরুদ্ধে খুলনার খানজাহান আলী থানায় একটি হত্যা মামলাসহ অন্য থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে আমরা জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ