শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

পবিত্র কোরআনের সু-মধুর তিলাওয়াত, সুরে সুরে আল্লাহ্ এবং রাসুল সা.এর প্রশংসার মাধ্যমে শেষ হলো ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা মহানগর শাখার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান।

গতকাল (২৩জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ্ ময়দানে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মহানগর শাখার উদ্যোগে,কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা.সম্মেলন উপলক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টা থেকে জোহর পর্যন্ত পবিত্র কোরআনের ১০পাড়া এবং ৩০পাড়া গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এই দুই গ্রুপে ১৮১জন প্রতিযোগী অংশগ্রহণ করে।চূড়ান্ত প্রতিযোগিতায় ১০পাড়া গ্রুপে ১০জনের মধ্যে ১ম স্থান অধিকার করে, তালিমুত তাহ্ফীজ ইন্টা.মাদ্রাসার ছাত্র মো.সুলাইমান। ২য় স্থান অধিকার করে,তালিমুত তাহ্ফীজ ইন্টা.মাদ্রাসার ছাত্র মো.হাসান।
৩য় স্থান অধিকার করে,তালিমুত তাহ্ফীজ ইন্টা.মাদ্রাসার ছাত্র মো.হাম্মাদ।

এরপর চূড়ান্ত প্রতিযোগিতায় ৩০ পাড়া গ্রুপে ১০জনের মধ্যে ১ম স্থান অধিকার করে ,তালিমুত তাহ্ফীজ ইন্টা.মাদ্রাসার ছাত্র মো.মোজাম্মেল হক। ২য় স্থান অধিকার করে,আল-হেরা নূরানী মাদ্রাসার ছাত্র মো.শোয়াইবুর রহমান। ৩য় স্থান অধিকার করে,তালিমুত তাহ্ফীজ ইন্টা.মাদ্রাসার ছাত্র মো.আরিফ হাসান।

এরপর জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত পবিত্র কোরআনের ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ১৩০জন প্রতিযোগী অংশগ্রহণ করে,চূড়ান্ত প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে ১ম স্থান অধিকার করে,তাহসীনুল কুরআন ওয়াস্সুন্নাহ মাদ্রাসার ছাত্র মো.আল শাহরিয়ার। ২য় স্থান অধিকার করে,তাহসীনুল কুরআন ওয়াস্সুন্নাহ মাদ্রাসার ছাত্র মো.আবু হুরায়রা। ৩য় স্থান অধিকার করে,তাহসীনুল কুরআন ওয়াস্সুন্নাহ মাদ্রাসার ছাত্র মো.মুস্তাফিজুর রহমান।

মাগরিবের পর থেকে এশা পর্যন্ত,আদর্শ শিক্ষক মহানবী সা.,শান্তি প্রতিষ্ঠায় রাসুলে কারীম সা.,ও সন্ত্রাস দমনে রাসুলে আকরাম সা.এই তিনটি বিষয়ের উপর বাংলা বক্তৃতা, এবং উন্মুক্ত বিষয়ের উপর আরবী বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দুটি গ্রুপে ১১০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।চূড়ান্ত বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে  ১ম স্থান অধিকার করে,জামিয়া ফয়জুর রহমান রহ.এর ছাত্র মো.মাসুম বিল্লাহ্। ২য় স্থান অধিকার করে,জামিয়া ফয়জুর রহমান রহ.এর ছাত্র মো.মাহমুদুল হাসান। ৩য় স্থান অধিকার করে,মাদ্রাসাতুন-নূরের ছাত্র মো.মঞ্জুরুল হক।

চূড়ান্ত আরবী বক্তৃতা প্রতিযোগিতায় ১০জনের মধ্যে ১ম স্থান অধিকার করে,বাইতুল ইহ্সান মাদ্রাসার ছাত্র মো.শোয়াইব।
২য় স্থান অধিকার করে,জামিয়া ফয়জুর রহমান রহ.এর ছাত্র মো.রকিবুল ইসলাম।  ৩য় স্থান অধিকার করে,জামিয়া ফয়জুর রহমান রহ.এর ছাত্র মো.আবু সুফিয়ান।

সর্বেশেষ এশার পর থেকে রাত ৯টা পর্যন্ত, হামদ্-নাতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এতে ১১১জন প্রতিযোগী অংশগ্রহণ করে।চূড়ান্ত প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে  ১ম স্থান অধিকার করে,মাদ্রাসাতুন-নূরের ছাত্র মো.ইয়াসির। ২য় স্থান অধিকার করে,মাদ্রাসাতুন-নূরের ছাত্র মো.কাউসার হাসান। ৩য় স্থান অধিকার করে,জামিয়া আরাবীয়া মাখযানুল উলুমের ছাত্র মো.সারোয়ার।

সীরাতুন্নাবী সা. উপর একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজনও করে কতৃপক্ষ। কুইজ প্রতিযোগিতাটি লটারির মাধ্যমে ১০জনকে নির্বাচন করা হয়,এতে ১ম স্থান অধিকার করে,জামিয়া আরাবীয়া মাখযানুল উলুমের ছাত্র মো.আব্দুল মুমিন মুরাদ।
২য় স্থান অধিকার করে,জামিয়া আরাবীয়া মাখযানুল উলুমের ছাত্র মো.মাযহারুল ইসলাম। ৩য় স্থান অধিকার করে,মাদ্রাসাতুন-নূরের ছাত্র মো.আব্দুল্লাহ্ সা'আদ।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্। মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল আওয়াল। কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্। মহানগর শাখার সম্পাদক মাওলানা রশিদ আহমদ ফেরদৌস। মহানগর সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান রশিদ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জামিয়া আরবীয়া মাখযানুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মাদ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বরী হাফেজ মাওলানা আবু সালেহ্ মো.মূসা। ত্রৈমাসিক আল-আফকারের সম্পাদক মাওলানা ইসমাইল ইব্রাহীম প্রমুখ।

আগামি ২৫জানুয়ারি (শনিবার)ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা.সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ