মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী বলেছেন, মুসলমান নববী আদর্শচ্যুত হওয়ায় সর্ব মহলে বিপর্যয় নেমে এসেছে।
তিনি আরো বলেন, মুসলমান ঈমানি শক্তিকে দুর্বল হয়ে সারা দুনিয়া কেবল মার খেযে যাচ্ছে। ইবরাহিমী শক্তিতে নেক আমলের মধ্যদিয়ে নিজের ঈমানকে মজবুত করতে হবে। অগ্নিকুণ্ড নিক্ষেপের পরও যেমন জামানার নবী ফুলের বাগানে অবস্থান করেছিলেন, ঠিক তেমনিই আমাদেরও আমলের সীড়ি বেয়ে আল্লাহ তা'য়ালার নৈকট্য হাসিলের পথের পথিক হতে হবে।
ফেনী জামিয়া ইসলামিয়া জমিরিয়া ছাগলনাইয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক বলেছেন, বিশুদ্ধ আক্বিদাচ্যুত আমল পরকালে কোন ফায়েদা হবেনা। বরং ক্ষতি হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে আন্তর্জাতিক অঙ্গনের সুদৃঢ় পরিকল্পনায় দেশের বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে ইসলামের ভুল বাখ্যা শিক্ষাদানের মধ্যদিয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেনির তথাকথিত বক্তারা। আহলে হক ওলামারা ঐক্যবদ্ধভাবে ঠিকাদারি ওয়ায়েজদের প্রতিহত করলে রহস্যঘন চক্রান্ত থেকে উম্মাহর পরিত্রাণ মিলবে বলে আশা করা যায়। নতুবা মুসলিম শিক্ষিত সমাজ ধীরে ধীরে সহীহ জ্ঞাণের অভাবে ঈমানের প্রতিবন্ধক কাজে লিপ্ত হয়ে যাবে।
ঢাকা গাউছুল আজম জামে মসজিদের খতিব, আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীর খলিফা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন, খোদাভীতি ও পরকালের জবাবদিহিতার ভয় ছেড়ে জাতি নিত্যনতুন সাজানো ইসলামিক কাঠামোর পিছনে লেগেছে।
তিনি আরো বলেন, মুসলমানের অন্তরে খোদার ভযভীতির ঘাটতি অপরিসীম বেড়ে চলেছে। গায়রুল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে পরকালের পরম শান্তির আবাসস্থলের পথ থেকে সরে দাড়াচ্ছে। দ্বীনের দাওয়াত আরো বেগবান করার লক্ষে দাঈ ইল্লাহদের মেহনত আরো জোরদার করে পথহারা উম্মতকে সীরাতুল মুস্তাকিমে নিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটিয়া উপজেলা পরিষদ ময়দানে পটিয়া উপজেলা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ইসলামি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী ও সংস্থার উপদেষ্টা, জামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা আমিনুল হকের যৌথ সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মাওলানা হাবিব উল্লাহ ও মাওলানা মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামিয়া পটিয়ার সাবেক শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, মাওলানা হাফেজ হাসান জামিল, মাওলানা রাফি বিন মুনির ও মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী পটিয়া প্রমুখ।
-এটি