শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষককে মারধর, মামলা দায়েরে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশের সাবেক মুহাদ্দিস ও তাহযিবুল বানাত বালিকা মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম আজিজীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আহতের স্বজনরা। এতে মাওলানা আবুল কালাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাদরাসার একটি সনদ আনতে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বের হন মাওলানা আবুল কালাম। এ সময় ভূমিদস্যু খ্যাত আবুল কালাম ড্রাইভার (৩২) ও তার ভাতিজা জুয়েল (১৯) এসে তার ওপর হামলা চালায়। তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করে। মারধরের এক পর্যায়ে বেহুশ হয়ে গেলে তাকে রাস্তায় ফেলে যায় হামলাকারীরা। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে এলাকাবাসী ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তার করে। তবে স্থানীয় মেম্বারসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা মাওলানা আবুল কালামের পরিবারকে মামলা করতে নিষেধ করে। তারা বিচার করার কথা বলে আসামীদের থানা থেকে বের করে নিয়ে যায়।

এ সম্পর্কে জানতে মেম্বার ইসমাইল মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিফ করেননি।

মাওলানা আবুল কালাম আওয়ার ইসলামকে বলেন, আগামী সোমবার এ নিয়ে থানা চত্বরে বিচার বসবে। আমি চাই, আমাকে যারা হেনস্থা এবং মারধর করেছে, তাদের উপযুক্ত বিচার চাই আমি। সাথেসাথে আমার জমি দখল করে তারা ভোগ করছে, সেটাও আমি ফেরত চাই।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ