শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইজতেমা ময়দানে জায়গা নেই, রাস্তায় জুমার প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ইজতিমা ময়দান থেকে

আজ থেকে শুরু হওয়া আলমী শুরার টঙ্গী বিশ্ব ইজতিমায় ৮ তারিখ(বুধবার)থেকেই ইজতিমা ময়দানে মুসুল্লিগণ আসতে শুরু করেন। গতকালই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে তিল ধারণের জায়গা নেই।

ফলে ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে জুমু'আর নামাজে শরিক হতে আসা মুসুল্লিরা পড়েন বিপাকে পড়েছেন। মাঠে জায়গা না পেয়ে তারা রাস্তা ও রাস্তার পাশে থাকা ফুটপাতে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নারায়ণগঞ্জ থেকে আসা কয়েকজন মুসুল্লি বলেন, জ্যামে পড়বো বলে আমরা সকালেই টঙ্গী এসে উপস্থিত হই, কিন্তু রাস্তার জ্যামের চাইতে এখানে এসে আমরা বড় জ্যাম দেখতে পাই। মাঠে ঢোকার অনেক চেষ্টা করেও ডুকতে পারিনি, তাই রাস্তায় নামাজ আদায়ের সিদ্বান্ত নিয়েছি।

এদিকে, ইজতিমা ময়দানে জুমুার নামাজ আদায়ের জন্য আসা মুসল্লিদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা একজন বাস যাত্রী বলেন, সকাল ১১টা থেকে জ্যামে আটকা পড়ে আছি, ফলে এখানেই জুমার নামাজ আদায় করার সিদ্বান্ত নিয়েছি।

এতো ভীড় আর জ্যামের মাঝেও ধামরাই থেকে ইজতেমা মাঠে জুমা পড়তে আসা এক মুসুল্লিকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, দেশের সর্ববৃহৎ জামাত এটা। এতে নামাজ পড়ার অনুভূতি অন্যরকম। হতে পারে এ নামাজই আমার নাজেতের কারণ।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বিরা জানান, শুক্রবার দেশের সর্ব বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মওলানা জোবায়ের আহমেদ।

এতে প্রায় ১০ লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হবেন।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ