নুরুদ্দিন তাসলিম
ইজতেমা ময়দান থেকে
ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা বিদ্যাপীঠ দারুল উলুম উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী টঙ্গীর তুরাগ নদের তীরে শুরায়ী নেজামের চলমান বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।
বর্তমানে তিনি ইজতেমা ময়দানে অবস্তান করছেন বলে ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল দেওবন্দের প্রধান মুফতি সাহেব ইজতেমা ময়দানে এসেছেন। তবে তিনি বয়ান করবেন কিনা এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুফতি জহির ইবনে মুসলিম।
এছাড়াও তাবলিগের শূরা সদস্য ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা ফারুক (ভাই ফারুক), মাওলানা জুহায়েরুল হাসান, মাওলানা ইসমাইল গোদরা ও পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নওশাদ, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা বখতে মুনির, মাওলানা শাহেদ প্রমুখ ময়দানে রয়েছেন।
শুক্রবার ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম এ বয়ান করেন। তবে এর আগেই বৃহস্পতিবার বাদ ফজর থেকেই শুরু হয় তালিমি বয়ান। রবিবার (১২ জানুয়ারি) মোনাজাতের মাধ্যমে আলমী শূরার তাবলিগ জামাতের সাথীদের ইজতেমা শেষ হবে।
আরএম/