শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

লক্ষ্মীপুরের ১২০ বছরের বটতলী মাদরাসার দস্তারবন্দি শনিবার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিযানুর রহমান জামীল : লক্ষ্মীপুরের ১২০ বছরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিসের (বটতলী মাদরাসা) দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি (শনি ও রবিবার)। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, প্রথম দিনে প্রধান মেহমান বেফাকের মহাসচিব এবং জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়া বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম (বাবা হুজুর), জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মুসতাকুন্নবী কাসেমী, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী প্রথম দিন বয়ান করবেন।

আর দ্বিতীয় দিনে প্রধান মেহমান থাকবেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর। ঢাকার মুফতী দিলাওয়ার হুসাইন, ফেনীর ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী জামিয়া আজিজিয়ার শাইখুল হাদীস আল্লামা কামালুদ্দীন, উজানীর বর্তমান পীর মাওলানা আশেকে এলাহী, মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মুস্তাফিজুর রহমান, নোয়াখালী জামেয়া রহমানিয়া মহব্বতপুরের মুহতামিম মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ এ দিন বয়ান করবেন।

জামিয়ার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ জানিয়েছেন, দস্তারবন্দি উপলক্ষে ছাত্রদের উদ্যোগে এবার আরবি-বাংলাসহ চার ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে। এছাড়াও দস্তারবন্দি স্মারকসহ আলাদা তিনটি বই প্রকাশ হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতি মামুন বিন শাইখ আব্দুল কবীর দেশবাসীর কাছে সম্মেলনের সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ