শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ‘মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি সরকার মুসলমানদের সম্পদ
লুট, মসজিদ ও মাদ্রাসা ধ্বংসের হীন উদ্দেশ্যে ওয়াক্ফ আইন সংশোধনী করেছে। ইতোমধ্যেই মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমন ও আঘাত শুরু হয়েছে।’ 

গতকাল সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, এ সংশোধনীর ফলে মুসলমানদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এ বিল শুধু ভারতেই নয় পুরো উপমহাদেশের শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। 

ওয়াক্ফ আইন সংশোধনীর প্রতিবাদে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন বন্ধ ও মুসলমানদের সম্পত্তি দখলের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। ভারতীয় সংসদে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করা হয়। এ বিষয়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক। এর ফলে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। আমরা সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
জানাই।

নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, এডভোকেট রফিকুল ইসলাম, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ