বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ১২ জুন ২০২৩-এ অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ তুলে বুধবার (১৭ এপ্রিল) বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নিজেই আরজি পেশ করেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের দিন নানা ধরনের হামলা, ভয়ভীতি, মামলা এবং কারচুপির মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয়। এমনকি হাতপাখার প্রার্থীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয় এবং বিভিন্ন কেন্দ্রে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়।
এতে আরও বলা হয়, সন্ত্রাস ও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭,৮০৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হলেও, প্রকৃতপক্ষে জনতা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন। ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে মুফতি ফয়জুল করীমকে ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।
মামলাটি সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ বিধির আওতায় দায়ের করা হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এমএইচ