গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং মুসলিমদের অধিকার খর্বের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে এই কর্মসূচি পালিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।
দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল দলমত নির্বিশেষে সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব বলেছেন, বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জমিয়ত বরাবরের মতোই সোচ্চার থাকবে।
পাশাপাশি তিনি দেশব্যাপী জমিয়তের জেলা ও মহানগর নেতৃবৃন্দকে আগামীকাল এই কর্মসূচি পালনের আহ্বান জানান।
এমএইচ/