শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

আমার প্রতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ.-এর ওসিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আ ফ ম খালিদ হোসেন ||

হযরত আল্লামা আশরাফ আলী সাহেব আল্লাহ তায়ালার সান্নিধ্যে চলে গেলেন। ১৯৮৩ থেকে ১৯৮৫ আমরা ঢাকা সাঈদাবাদস্থ ডেমরা রোডে নেজামে ইসলাম পার্টি অফিসে তিনিসহ একই কক্ষে থাকতাম। মাওলানা নূরুল হক আরমান সাহেব রহ., মাওলানা আবূুল খালেক নিজামী, মাওলানা আবদুল মাজেদ আতাহারী ও উপাধ্যক্ষ শেখ লোকমান ভাইও আমাদের সাথে থাকতেন। আমি ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আর আল্লামা আশরাফ আলী সাহেব ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব। মাওলানা আবদুল মালেক হালিম সাহেব (দামাত বারাকাতুহুম)  ছিলেন পার্টির সভাপতি।

কত সুখ দুঃখের ইতিহাস আছে। একসাথে নামাজ, একসাথে খাওয়া দাওয়া। পার্টির কার্যক্রমে অংশ নেয়া। নানা জায়গায় সাংগঠনিক সফর। কুমিল্লার বিজয়পূরে তাঁর গ্রামের বাড়ীতেও গিয়েছি আরমান সাহেবসহ।

একসময় খতীবে আযম মাওলানা ছিদ্দিক আহমদ রহ.- এর নির্দেশে তিনি নেজাম ইসলাম পার্টির ব্যানারে কুমিল্লা থেকে জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ঢাকায় থাকতে তিনি আমাকে ২/৩ বার হযরত আল্লামা শাহ হাকিম আখতার সাহেব রহ.-এর ঢালকানগরস্থ ইসলাহী মজলিশে নিয়ে গেছেন। শাহ সাহেব (হ.- এর জ্ঞানগর্ব নসীহতে আমার জীবনে পরিবর্তন সূচিত হয়।

পরবর্তীতে আমি চট্টগ্রামে ওমরগণি কলেজে শিক্ষকতা করলেও হযরতের সাথে যোগাযোগ ছিল। কুমিল্লা আন্তর্জাতিক সম্মেলনে তিনি সবসময় আমাকে দাওয়াত দিতেন। কাছেমুল উলুম মাদরাসায় গেলে আমার বিশেষ যত্ন আত্তির ব্যাপারে তাঁর অত্যাগ্রহ আমাকে লজ্জায় ফেলে দিত।

কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে আমার বক্তব্যের আগে প্রশংসাসূচক মন্তব্য করতেন তিনি।

২০১৮ সালে কুমিল্লা কাছেমুল উলুম মাদরাসায় তাঁর সাথে দেখা করতে গেলে তিনি আমাকে ওসিয়ত করেন, “খালিদ ভাই, কোন দিন যদি আমার মৃত্যসংবাদ শুনেন, আপনি আল্লাহ তায়ালার দরবারে আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

হায় আল্লাহ! সেদিন এসে গেলো অবশেষে। হে রহমান, হে রহিম! আমাদের প্রিয় মানুষ আল্লামা আশরাফ আলী সাহেবকে ক্ষমা করুন। সারা জীবন হাদীসের খিদমতের কারণে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করুন, আমিন, আমিন।

লেখক: সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ওমরগনি এম,ই,এস কলেজ চট্টগ্রাম।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ