শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’

জামিয়াতুর রহমাহ গাজীপুরের ৩ দিনব্যাপি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল হক খান: চলছে ওয়াজের বসন্ত। মানুষের হেদায়াতের জন্য এসব আয়োজন করে থাকেন মাহফিল কর্তৃপক্ষ। প্রতিটি জেলা, থানা ও গ্রাম পর্যায় পর্যন্ত হয়ে থাকে এসব মাহফিল। কওমি মাদরাসা-মসজিদ ছাড়াও বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলো এসব ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে থাকেন। কেউ একদিন, কেউ দুদিন তিনদিন ছাড়া পাঁচদিন সাতদিনও করে থাকেন কেউ কেউ।

সে ধারাবাহিকতায় গাজীপুরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুর রহমাহ গাজীপুরে বছর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে আয়োজন করেছে ষষ্ঠবার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

৩০, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি (সোম, মঙ্গল ও বুধবার) এ মাহফিল চলবে। এতে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, দারুল উলুম দেওবন্দের নাজেমে দারুল ইকামা আল্লামা মুনির আহমাদ নকশবন্দী ও অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব, দেওনা, কাপাসিয়া, গাজীপুর।

১ম দিনের প্রধান মেহমান- আল্লামা সোহরাব আলী খান কাসেমী, শায়খুল হাদিস, জামিয়া দারুল উলুম সিদ্দিকীয়া, কলকাতা, ভারত। এছাড়াও বয়ান পেশ করবেন- অধ্যক্ষ মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতি ওয়ালি উল্লাহ, মুফতি মনির হুসাইন কাসেমী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইউনুস আহমদ প্রমুখ।

২য় দিনের প্রধান মেহমান- মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। এছাড়াও বয়ান পেশ করবেন- মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি আবুল বাশার নোমানী, মুফতি শফিকুল ইসলাম, মুফতি যিকরুল্লাহ খান, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতি আবূ ইউসুফ আল মাদানী, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

৩য় দিনের প্রধান মেহমান- আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, সহকারী মহাপরিচালক, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম। এছাড়াও বয়ান পেশ করবেন- আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা রফিকুল ইসলাম হরশপুরী, মাওলানা ইনআমুল হাসান ফারুকী প্রমুখ।

জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ উক্ত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ