আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মুগদায় দীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী ৯ম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে ইসলামী মহাসম্মেলনটি শুরু হবে। রোববার রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শেষ হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীনের সভাপতিত্বে সৌদী আরব, কাতার, লন্ডন, ভারতসহ দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কিরাম তাশরীফ আনবেন।
ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্ততি ও প্রচারনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মীর আলী নোয়াজ ও সদস্য সচিব মুহাম্মদ রাকিবুল ইসলাম সকলকে সম্মেলন সফল করার আহ্বান জানান।