আওয়ার ইসলাম: উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী সা. কুইজ শেষ হলো আজ। অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইসলামের সহায়তায় মহানবী সা. এর মানবপ্রেম দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। মাসব্যাপী চলমান এ কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৩০ জনের নামের তালিকা প্রকাশ করা হলো।
১-১০ তম কুইজের বিজয়ী
(প্রশ্ন-১) বিজয়ী জসিম উদ্দিন, (প্রশ্ন-২) বিজয়ী এম এ নবী, (প্রশ্ন-৩) বিজয়ী এমডি আলী আহমদ, (প্রশ্ন-৪) বিজয়ী মাওলানা মুখলেছুর রহমান মাহমুদী, (প্রশ্ন-৫) বিজয়ী মোছা: বুশরা জান্নাত, (প্রশ্ন-৬) মাহবুব বিন মানসুর, (প্রশ্ন-৭) আয়মান আল বিরুনি, (প্রশ্ন-৮) কে আর কাউসার আহমেদ, (প্রশ্ন-৯) তাজকিয়া জান্নাত মারজিয়া, (প্রশ্ন-১০) হাবিবুর রহমান।
১১-২০ তম কুইজের বিজয়ী
(প্রশ্ন-১১) আনিসুর রহমান, (প্রশ্ন- ১২) মিসবাহ জামিল, (প্রশ্ন- ১৩) মুহা. শরিফুল ইসলাম, প্রশ্ন- ১৪) রাবওয়া নূর, (প্রশ্ন- ১৫) শাহরিয়ার আহমেদ বাপ্পি, (প্রশ্ন- ১৬) আব্দুল্লাহ রেদওয়ান, (প্রশ্ন- ১৭) আলামিন বাপ্পি, (প্রশ্ন- ১৮) ফয়েজ হাবীব, (প্রশ্ন- ১৯) ফাহিম ফাইয়াজ, (প্রশ্ন- ২০) লাবিবা জামান।
২০-৩০ তম কুইজের বিজয়ী
(প্রশ্ন- ২১) উবায়দা বিন মুনীর, (প্রশ্ন ২২) মাহাদী হাসান মেহেদী, (প্রশ্ন- ২৩) সুমাইয়া মারজান, (প্রশ্ন-২৪) বিজয়ী সাফাতুল ইসলাম স্বাধীন, (প্রশ্ন-২৫) বিজয়ী মাহফুজুর রহমান, (প্রশ্ন-২৬) বিজয়ী ফাহমিদা জামিল, (প্রশ্ন-২৭) বিজয়ী মেহদী হাসান শীশ, (প্রশ্ন-২৮) বিজয়ী মো: তাকদিরুল ইসলাম, (প্রশ্ন-২৯) বিজয়ী মোকাররম হোসাইন, (প্রশ্ন-৩০) বিজয়ী বিনতে শিরিন।
বিজয়ীদের আওয়ার ইসলামের যুগ্ম বার্তা সম্পাদক রকিব মুহাম্মদ (Rokib Muhammad)-এর সঙ্গে যোগাযোগ করে ‘বিজয়ী কুপন নাম্বার’ সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও আওয়ার ইসলাম (অফিসিয়াল ফেসবুক আইডি) অথবা [email protected], ০১৭১৯ ০২৬৯৮০-তে যোগাযোগ করেও ‘বিজয়ী কুপন নাম্বার’ সংগ্রহ করা যাবে।
আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৩০ জনকে পুরস্কার হিসেবে ৩০০ টাকার বই এবং সিরাত প্রতিযোগিতায় বিজয়ের সার্টিফিকেট প্রদান করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহের যে কোন দিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে আওয়ার ইসলাম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে। ২৯ নভেম্বর প্রতিযোগিতার শেষ সময় হলেও শিক্ষার্থীদের অনুরোধে প্রতিযোগিতার সময় বাড়িয়ে দেয়া হয়েছে ১০ দিন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার চিঠি জমা দেয়া যাবে।
বিস্তারিত জানতে যোগাযোগ- ইমেইল: [email protected], ঠিকানা: ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা। ঢাকা ১২১৩ ফোন: ০১৭১৯ ০২৬৯৮০।
আরএম/